সন্ত্রাসবিরোধী আইনে ৪ জন কারাগারে, দুজনের স্বীকারোক্তি

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সৌদি প্রবাসী আব্দুর রবসহ চারজনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। 

পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রবসহ চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। 

অন্য তিন আসামি হলেন—সাকিব, শামীম হোসেন ও আবছার। এ ছাড়া ঘটনার দায় স্বীকার করে আসামি নাদিম শেখ ও সাইদ উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান মাহমুদুর রহমান।

মামলার নথি থেকে জানা গেছে, গত রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এরপরে আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ডে দেন আদালত।