সন্ধ্যায় নৈশভোজে বঙ্গভবনে যাচ্ছেন বিচারপতিরা

Looks like you've blocked notifications!

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং জেলা জজ সমপর্যায়ের বিচারকরা আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যাচ্ছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এবং জেলা জজ সমপর্যায়ের বিচারকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার ও নৈশভোজে মিলিত হবেন।

এদিকে আজ সকাল ৮টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠান চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিশেষ অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের দুই বিভাগসহ নিম্ন আদালতের বিচারকরাও সম্মেলনে যোগ দেন।