সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া লকডাউন

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিশ্ব কাঁপানো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলায় একজনের মৃত্যু ও আরো সাতজন আক্রান্ত হওয়ার পর প্রশাসন এ সিদ্ধান্ত নিল। এর আগে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা মিলিয়ে ৪৬১ পরিবারকে লকডাউন করে রাখা হয়েছিল। সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আরো পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল আ্যন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)।  নতুন করে আক্রান্তদের মধ্যে করোনায় মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সিরাজুল ইসলামের সংস্পর্শে থাকা লোকজন রয়েছে।