সবুজবাগে নারী হত্যা, রিমান্ডে আরও দুজন
রাজধানীর সবুজবাগের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনায় এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পীর দুই সহযোগীকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন হৃদয় ও রুবেল।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি হৃদয় ও রুবেলকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গতকাল এই মামলার প্রধান আসামি এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। এ সময় খুনি ৩-৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। এগুলো নিয়ে যাওয়ার সময় আসামিকে তানিয়া আফরোজ বাধা দেন। পরে ওই নারীকে হত্যা করেন বাপ্পী এবং দুই শিশুর মুখে স্কচটেপ পেঁচায়। তাদের বয়স তিন বছর ও ১০ মাস।
এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পরে এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া, বাপ্পীর সহকারী আরও দুইজনকে নজরদারিতে রেখেছে পুলিশ।