সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কাউকে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার যেসব কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটা মিটিং করছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

আজ শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাংচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না। খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত দুইদিন ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে।