সম্প্রীতির বাংলাদেশে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই : আমু

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

একই বার্তায় আমির হোসেন আমু কুমিল্লার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, একটি চিহ্নিত মহল হীন রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লার নানুয়া দিঘীর ঘটনা ঘটিয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, সেই অপশক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির ঠাঁই হবে না সম্প্রীতির এই বাংলাদেশে।