‘সরকারকে অস্থিতিশীলের অপচেষ্টা’, হিযবুতের পাঁচ সদস্য আটক

Looks like you've blocked notifications!

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে নিষিদ্ধঘোষিত ধর্মীয় উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীর পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল শনিবার রাতে তাঁদের আটক করা হয়

আজ রোববার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর

আটকরা হলেন তানভীর (৩৫), সজীব (৩১), আকাশ (২৫), সাইদ (২৯) ও ইয়ামিন (১৮) আটককের সময় তাঁদের কাছ থেকে উগ্র মতবাদের লিফলেট উদ্ধার করে র‍্যাব

আবু জাফর বলেন, গতকাল শনিবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তাঁরা হিযবুত তাহরীর সক্রিয় সদস্য গোপনে গোপনে তাঁরা উগ্রবাদী লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ করে আসছিলেন

‍্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা সবাই দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত কিছুদিন তাঁরা তাদের কার্যক্রম থেকে দূরে থাকলেও নতুন করে আবার কার্যক্রম শুরু করেছেন এঁদের ভেতরে তানভীর ১০ বছর ধরে এবং সজীব সাত বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত এ ছাড়া বাকিরাও অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন

আবু জাফর বলেন, আটকরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছিল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে সরকারকে বিব্রত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে