সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল

Looks like you've blocked notifications!
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি : এনটিভি

ঔষধ আইন, ২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানার বিধানের কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, এই অপরাধে আগে শাস্তি ছিল তিন বছরের জেল এবং দুই লাখ টাকা জরিমানা।

এ ছাড়াও জাতীয় শিল্পনীতি ২০২২ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্পখাত গড়ে উঠবে।