সরকারের আশ্বাসে পাটকল শ্রমিকদের আমরণ অনশন স্থগিত

Looks like you've blocked notifications!

মজুরি কমিশন বাস্তবায়নসহ বিভিন্ন দাবি পূরণে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী শনিবার থেকে কাজে ফিরবেন শ্রমিকরা এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

আজ বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর পাটমন্ত্রী এই ঘোষণা দেন এ সময় তিনি আরো বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেওয়া হবে।

অপরদিকে পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল হামিদ সরদার বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আমাদের অনশন প্রত্যাহার করেছি, ১৬ তারিখের ভিতরে আমাদের পে স্লিপ বুঝিয়ে দিতে হবে এটি যদি ১৬ জানুয়ারির মধ্যে আমরা না পাই তাহলে পরবর্তী সময়ে কিছু ঘটলে এর দায় আমাদের থাকবে না

দাবি বাস্তবায়ন না হলে আবারও ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন এই শ্রমিক নেতা।

এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় এতে আরো উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান