সরকারের মদদে কুমিল্লায় চক্রান্তমূলক কাজ করা হয়েছে : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

সরকারের মদদে কুমিল্লার নানুয়া দিঘীর পাড়ে পূজামণ্ডপে চক্রান্তমূলক কাজ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে মির্জা ফখরুল।

এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, ‘পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে এ ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়াতো না। সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কারণে... তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টিতে। এটি আমরা এর মধ্যেই বলেছি, আমরা তীব্র নিন্দা জানিয়েছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’