সরকারের স্বেচ্ছাচারিতায় দেশের অর্থনীতিতে ধস : আবদুস সালাম
‘বাংলাদেশের মানুষ আজ এক দুঃসহ সময় অতিক্রম করছে। সরকারের স্বেচ্ছাচারিতার কারণে আজ দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে ধস নেমেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আবদুল সালাম বলেন, এ সরকার জগদ্দল পাথরের মতো যতদিন আমাদের কাঁধে চেপে থাকবে, ততদিন এ দেশকে ভিতর থেকে ফোকলা করে দিবে।
নেতৃত্ব প্রত্যাশীদের উদ্দেশ্যে আবদুস সালাম আরও বলেন, মানুষকে আজ বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ দিতে মহানগর বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে এই স্বৈরাচার ও অনৈতিক সরকারকে মোকাবেলা করার জন্য কাজ করবো। যারা এই কাজের জন্য নিজেদেরকে উজাড় করে দিতে পারবে তাদেরকেই ওয়ার্ড, থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দেওয়া হবে।