সরকার এজেন্টের মাধ্যমে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার বিকেলে চট্টগ্রাম বিএনপির কর্মিসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

সরকার তাদের এজেন্টের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে তারা হামলা করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিচ্ছে। তারা সার্চ কমিটির নামে হুদামার্কা নির্বাচন কমিশন করতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম বিএনপির কর্মিসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এতে সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা দিয়েছে, গুম করেছে পাঁচশর বেশি মানুষ, আর হত্যা করেছে হাজারের বেশি। বর্তমানে তাদের এজেন্টের মাধ্যমে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা কেবল মিথ্যা কথা বলে। তারা গণতন্ত্রের মোড়কে পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। এ কারণে নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করতে চায়। এই সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।