সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে : ডা. জাফরুল্লাহ
সরকারের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বের পরিচিতি সভায় এ অভিযোগ করেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার চক্রান্ত শুরু করেছে। গণতন্ত্রকে হত্যা করে একটা নতুন পদ্ধতিতে ভোটকে সর্বস্বান্ত করতে চাইছে। তারা পরিখা খনন করছে, যেটা দিয়ে দরকার পড়লে ভারতে পালিয়ে যেতে পারবে।’
সভায় অন্যান্য বক্তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে সরকারের সমালোচনা। বক্তারা অভিযোগ করেন, এ সরকার সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনগণকে কঠিন ও জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল অভিযোগ করেন, ভিন্নমত দমনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে বর্তমান সরকার। তিনি বলেন, ‘যারা পদে পদে ভিন্নমত দমন করতে চান, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চান, ব্যাংকের অর্থ ও সম্পদ লুট করতে চান, নিপীড়ন-গুম করে ক্ষমতায় থাকতে চান আপনারা আসলে পাকিস্তানের এজেন্ট।’
গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অবিলম্বে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের বারোটা আপনারা বাজিয়েছেন। করোনার দোহাই দিয়ে আর বন্ধ রাখবেন না।’
অবিলম্বে করোনা টিকা নিশ্চিত করে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, সরকার ভিন্নমত দমনে সবচেয়ে বেশি ব্যস্ত।
ছাত্রবান্ধব সমাজ গঠনে সব ছাত্র সংগঠনের রাজনৈতিক চর্চার অধিকার নিশ্চিত করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদের নেতারা।
ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের সভাপতিত্বে সভায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।