সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/09/aaa.jpg)
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলযোগে সরিষাবাড়ী পৌরসভার জামতলা রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপারভাইজার আলী হাসান (২৪) ও তাঁর সঙ্গে থাকা বিদ্যুৎমিস্ত্রি সুলতান মিয়া (৩৫) ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে। নিহত আলী হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকোষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আর সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াউল ইউনিয়নের বিলপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডিং সুপারভাইজার আলী হাসান ও তার সঙ্গে থাকা বিদ্যুৎমিস্ত্রি সুলতান মিয়া মিটার রিডিংয়ের কাজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুজিবুল হক জানান, নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।