সরিষাবাড়ীতে হোটেলে খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

Looks like you've blocked notifications!
জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের খাবার খেয়ে অসুস্থ দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : এনটিভি

জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুরের পর থেকে পৌরসভার পঞ্চপীর এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার লালু মিয়ার খাবারের হোটেলে গতকাল সকালে নাস্তা করতে যায় ওই এলাকার বেশকিছু মানুষ। দুপুরের পর থেকে তাদের পেটব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে একে একে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকে। তাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। গুরুতর অসুস্থদের জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত পেটব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে থাকে হাসপাতালে। তাদের সবাইকে ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিম্নমানের পচা ও বাসি খাবার খাওয়ানোর কারণে এটা হতে পারে বলে তিনি জানান।