সশস্ত্র বাহিনীর ৪২৫৩ সদস্য করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও কাঁচাবাজারের চাহিদা পূরণ করতে কক্সবাজারে সেনাবাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইল ছবি

সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের চার হাজার ২৫৩ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৭১৩ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ পার হয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা।