সাংবাদিকতায় প্যাড-কলমের যুগের অবসান হয়েছে : মোস্তাফা জব্বার

Looks like you've blocked notifications!
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

সাংবাদিকতায় প্যাড-কলমের যুগের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ রোববার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করেন।

মোস্তফা জব্বার বলেন, ‘ডিজিটাইজেশন সাংবাদিকতায় প্যাড-কলমের যুগের অবসান ঘটিয়েছে। ডিজিটাল যন্ত্রের ব্যবহার ও ডিজিটাল দক্ষতা অর্জন সাংবাদিকতার জন্য এখন অপরিহার্য। প্রচলিত মিডিয়া থেকে বহুগুন বেশি তথ্য উপাত্ত ডিজিটাল মিডিয়াকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।’

মন্ত্রী বলেন, ‘ইউরোপ ও আমেরিকা মনে করে, মানুষের স্বল্পতা তারা প্রযুক্তি দিয়ে পূরণ করবে। কিন্তু, মানুষের বিকল্প প্রযুক্তি নয়। বরং, আমরা প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবহার করব।’ 

ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল জনগোষ্ঠীর কাছে পৌঁছে গেছে জানিয়ে মোস্তফা জব্বার বলেন, ‘এ বছর ঈদযাত্রায় রেলের সব টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। জমির পর্চা ও করোনাকালে ডিজিটাল সংযোগের মাধ্যমে মানুষের অচল জীবনযাত্রা সচল রাখা সম্ভব হয়েছে। দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় মোবাইল ফোনের ফোরজি নেটওয়ার্ক আমরা পৌঁছে দিয়েছি। দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘স্মার্ট মানুষ মানে, পোষাকে বা আচার আচরণে নয়। স্মার্ট মানুষ হচ্ছে, ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ মানুষ।’