সাংবাদিক অমিত হাবিবের প্রথম জানাজা সম্পন্ন

Looks like you've blocked notifications!
সাংবাদিক অমিত হাবিবের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রথম জানাজা আজ শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে। রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয় প্রাঙ্গণে আজ সকাল ১০টা ২০ মিনিটে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, দেশ রূপান্তরের প্রকাশকসহ অমিত হাবিবের দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

দৈনিক দেশ রূপান্তর এক প্রতিবেদনে জানিয়েছে, অমিত হাবিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে আজ বেলা সাড়ে ১১টায়। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তাঁর জন্মস্থান ঝিনাইদহে।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় অমিত হাবিবের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদত মাহবুবউল আলম হানিফ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদও অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অমিত হাবিব গত ২১ জুলাই দেশ রূপান্তর অফিসে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে স্কয়ার হাসপাতালে, পরে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে ২৫ জুলাই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, অমিত হাবিবের হেমোরেজিক স্ট্রোক হয়েছিল। তাঁর রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে আক্রান্ত স্থানের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তাঁর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়।