সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, আটক

Looks like you've blocked notifications!
মাদারীপুরের কালকিনিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক সাংবাদিক এম এ হাসান। ছবি : এনটিভি

মাদারীপুরের কালকিনি উপজেলায় এম এ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে। 

আটক হাসান কালকিনি প্রেসক্লাবের সদস্য ও কয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি মাদারীপুর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিকের পরিচয়পত্র দিয়ে কালকিনি প্রেসক্লাবের সদস্য হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সাংবাদিক পরিচয়ে হাসান মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসানকে ৪২টি ইয়াবাসহ আটক করে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কালকিনির একাধিক সাংবাদিক জানান, হাসান সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা করতেন।

কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম দাবি করেন, এ রকম সাংবাদিক কালকিনিতে আরো ১০০ জন আছেন। এ সময় তিনি এসব নিয়ে সংবাদ না ছাপাতে অনুরোধ করেন।

মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইয়াবাসহ তাঁকে (হাসান) আটক করা হয়েছে। কালকিনি থানায় তাঁর নামে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’