সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল

Looks like you've blocked notifications!
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল করেছেন পাবনার সাংবাদিকরা। ছবি : এনটিভি

ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল করেছে পাবনার সাংবাদিকরা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে।

আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি পেশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শীহদ, অর্থ সম্পাদক সুশীল তরফদার, সহসম্পাদক তপু আহমেদ, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সম্পাদক পাভেল মৃধা, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী জয়, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, মুস্তাফিজ রাসেল, মির্জা পার্থ হাসান প্রমুখ। 

গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক সাংসদ আরজুর ভাতিজা পরিচয় দেওয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিক সৈকতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।