সাংসদ হাসিবুর রহমান স্বপন আর নেই
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আর নেই।
তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ সংসদ সদস্য মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
আজ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চয়ন ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘হাসিবুর রহমান স্বপন দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।’