সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য, ব্যবস্থা নিচ্ছে পুলিশ
সম্প্রতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শিশুকন্যার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। সেই ছবিটির নিচে আপত্তিকর মন্তব্য করেন কয়েকজন ফেসবুক ব্যবহারকারী। এসব মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের কন্যার একটি ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। যারা বাজে মন্তব্য করেছে তারা আমাদের নজরদারিতেই আছে। দ্রুতই তাদেরকে আমরা ধরতে সক্ষম হব।’
সহকারী উপ-কমিশনার আরো বলেন, ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল সব সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখে। সুতরাং কাউকে নিয়ে বাজে মন্তব্য করলে তাকে আইনের আওতায় আসতে হবে। এই ধরনের আচরণ রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। সেজন্য মিথ্যা তথ্য প্রচার ও কারো সম্মানহানির চেষ্টা না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।’
সাকিব আল হাসানের শিশুকন্যা ওই ছবিতে একটি সূর্যমুখীর বাগানে দাঁড়িয়ে ছিল। বাজে মন্তব্যের পর তা সরিয়ে নেওয়া হয়।