সাগরে ধরা পড়ল ৩৫০ কেজির কৈ কোরাল

Looks like you've blocked notifications!
বঙ্গোপসাগরে ধরা পড়া ৩৫০ কেজি ওজনের কৈ কোরাল মাছ। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরে জেলেদের জালে এবার ধরা পড়েছে বৃহৎ আকৃতির একটি কৈ কোরাল মাছ। আজ বুধবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ী কাঁচাবাজারে তোলা হয়েছে দানবাকৃতির এ মাছটি।

মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে জানান, মাছটির ওজন প্রায় সাড়ে ৩০০ কেজি। বঙ্গোপসাগরে ধরা পড়া মাছটি জেলেরা নগরীর ফিসারিঘাট খাজা গরীবে নেওয়াজ ফিসিং নামের প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এরপর সেখান থেকে প্রতি কেজি ৮০০ টাকা দরে এ কৈ কোরাল মাছটি কিনেন তিনি। এই হিসাবে এর মূল্য পড়েছে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকার মতো।

জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘আগামী শুক্রবার দুপুরে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হবে। ওই দিন মাছটির প্রতিকেজি ১২০০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে অনেকে অগ্রিম বুকিংও দিয়েছেন।’

বিশালাকৃতির এ মাছটি দেখতে অনেকেই ভিড় করছেন বলে জানান ওই মাছ ব্যবসায়ী।