সাচ্চা আ.লীগ খুঁজতে ডিএনএ টেস্ট করানো উচিত : আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগের ভেতর সাচ্চা আওয়ামী লীগ খোঁজার জন্য দলটির ডিএনএ টেস্ট করানো উচিত।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আলাল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যদি থাকত, তাহলে তাদের দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের প্রধান এবং অন্যান্য নেতারা বলতেন না, আওয়ামী লীগে জামাত-শিবির ও রাজাকারের সন্তানরা ঢুকে পড়েছে, সুবিধাবাদীরা ঢুকে পড়েছে। এতই যদি বোঝেন, তাহলে আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আদালত থেকে শুরু করে যেখানে যা করা প্রয়োজন, তা করার জন্য আমরা শপথে বলিয়ান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। একই কথা বলতে বলতে এখন আর ভালো লাগে না। এখন সবার কাজ করে কিছু দেখানো উচিত। সেই কাজের প্রচেষ্টায় খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে রয়েছি, ঘরে রয়েছি, টকশোতে রয়েছি, রাস্তায় যেকোনো সময়ে রয়েছি।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজ মুজিববর্ষ পালন করছেন। শেখ মুজিব সম্মানিত নেতা, তাঁকে বিতর্কিত করেছেন আপনি নিজেই। মুজিববর্ষ পালনের যে বিশাল কর্মপরিকল্পনা, তার প্রধান করেছেন একজন সচিবকে, আওয়ামী লীগের কোনো নেতাকে নয়।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে আলাল আরো বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এতো ভালো ভালো নেতা থাকতে একজন ব্যবসায়ী আতিকুল ইসলামকে মেয়র বানালেন। ঐতিহ্যবাহী ধানমণ্ডি আসনে একজন ব্যবসায়ীকে মনোনয়ন দিলেন। এজন্য সবার আগে আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করা দরকার।’
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।