সাতকানিয়ায় করোনা উপসর্গে কিশোরের মৃত্যু, নমুনা সংগ্রহ

Looks like you've blocked notifications!
মৃত কিশোরের নমুনা সংগ্রহে স্বাস্থ্যকর্মীরা। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহের পর তাকে দাফন করা হয়।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ওই কিশোর জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এ ছাড়া সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল।’

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসামানী বলেন, ‘করোনার উপসর্গে মৃত্যু হয়েছে খবর পেয়ে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।’

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ আলম ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ওই কিশোর ছাড়াও নারায়ণগঞ্জ থেকে সাতকানিয়ায় আসা আরো একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁকে হোম কোয়াকোরেন্টিনে রাখা হয়েছে ।’