সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' মাদক সম্রাট নিহত
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আলোচিত মোসাদ্দেকুর হত্যা মামলার আসামি ও মাদক সম্রাট আব্দুল হান্নান সোহেল (৩৭) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গারাংগিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সোহেল সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা আদর্শপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কিছুদিন আগের আলোচিত মোসাদ্দেকুর হত্যা মামলার আসামি ছিলেন।
সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আনুমানিক রাত আড়াইটার দিকে গ্রেপ্তারকৃত সোহেলকে নিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য দক্ষিণ রুপকানিয়া গাজীরপাড়া কোতোয়াল দিঘিরপাড়ে যাই। সেখানে একদল লোক ইয়াবা সেবন এবং তাস খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আমাদের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে সোহেল নিহত হন। এ সময় আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।'
উল্লেখ্য, গত ২২ জুন নিজ এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেন মোসাদ্দেকুর নামে এক যুবক। ঘোষণার ৩৮ ঘণ্টার মধ্যে মাদক সম্রাট সোহেল ছুরিকাঘাত করে মোসাদ্দেকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন। সেই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল হান্নান সোহেল।