সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ শেষে শপথ নিলেন ৭৮৪ জন সৈনিক

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ শনিবার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৯৬তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে প্রথম স্থান অধিকারী সৈনিক নয়নের হাতে পুরস্কার তুলে দেন। ছবি : এনটিভি অনলাইন

দেশমাতৃকার সেবা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সীমান্তের প্রহরা ও নিরাপত্তা নিশ্চিতে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬তম রিক্রুট ব্যাচের ৭৮৪ জন সৈনিক (নারী-পুরুষ)। আজ শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে তারা শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

৯৬তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি শুরু হয়। বিজিটিসিঅ্যান্ডসিতে প্রশিক্ষণ নেওয়া মোট ৭৮৪ জন রিক্রুটের মধ্যে ৬৫৬ জন পুরুষ এবং ১২৮ জন নারী। বিজিটিসিঅ্যান্ডসি ছাড়াও বিজিবির অন্য আরও আটটি প্রশিক্ষণ ভেন্যুতে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। সর্বমোট শপথ নেন দুই হাজার ৭৩৬ জন সৈনিক। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬০৮ জন ও ১২৮ জন নারী।

দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হলো।

৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন সৈনিকদের উদ্দেশে বিভিন্ন উপদেশ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি সব বিষয়ে প্রথম স্থান অধিকারী সৈনিক নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকারী সৈনিকদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অতি লোভী গরু ব্যবসায়ীদের কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। বিজিবিকে আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, সংসদ সদস্য জাফর আলম, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।