সাতক্ষীরার সাবেক মেয়র আশরাফুল হকের ইন্তেকাল

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ আশরাফুল হক আর নেই। ছবি : সংগৃহীত

চলে গেলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ আশরাফুল হক। আজ বৃহস্পতিবার সকালে শহরের সুলতানপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

সাবেক মেয়র শেখ আশরাফুল হক সড়ক বিভাগে চাকরির মধ্য দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু করেন। অবসর গ্রহণের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

শেখ আশরাফুল হক সাতক্ষীরা পৌরসভায় পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ নির্বাচনের পর তিনি চেয়ারম্যানের স্থলে মেয়রের পদমর্যাদা লাভ করেন।

শেখ আশরাফুল হক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ  অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা পৌরসভায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে সুলতানপুর ক্লাব মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।