সাতক্ষীরায় করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে করোনা শনাক্ত হয়ে। অপর ছয়জন মারা গেছে করোনা উপসর্গ নিয়ে।

এদিকে, একই সময়ে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৩০ দশমিক ৮৬ শতাংশে।

এর আগের পাঁচ দিনে শনাক্তের হার ২৭ দশমিক ৫০ শতাংশ , ২৮ দশমিক ০২, ৩২ দশমিক ৭২, ২৭ দশমিক ০৪, ও ৩০ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে, করোনা পজিটিভ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালে ২৫ ও ১৭ জনসহ ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া তাদেরসহ মোট ৪৩৯ জন সরকারি বেসরকারি হাসপাতাল ও কোয়ারেন্টিনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের ডা. জয়ন্ত সরকার এসব তথ্য দিয়েছেন।

সাতক্ষীরায় চলমান লকডাউনের চতুর্থ সপ্তাহের ষষ্ঠ দিন আজ বুধবার সীমিত আকারের কঠোর লকডাউনে শহরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কাল থেকে সেনাবাহিনী মাঠে থাকবে এমন খবরে কড়াকড়ি লকডাউন হবে জানতে পেরে আজ বাজার সওদা করতে বাড়ির বাইরে চলে এসেছেন বহু মানুষ। তারা মাস্ক ব্যবহার ছাড়া স্বাস্থ্যবিধি তেমন মানছেন না।