সাতক্ষীরায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে দুদল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা সদর থানার সামনে ভ্যানে রাখা ওয়াহেদ আলীর লাশ। ছবি : এনটিভি

সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর তমালতলায় একটি আমবাগানে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হন। তাঁর নাম ওয়াহেদ আলী (৪৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গভীর রাতে পুলিশের কাছে খবর আসে যে ধূলিহরের তমালতলায় দুদল সন্ত্রাসী গোলাগুলিতে লিপ্ত হয়েছে। তিনি এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যান। ঘটনাস্থলে একটি লাশ দেখতে পান। তাঁকে তমালতলা গ্রামের ওয়াহেদ আলী হিসেবে শনাক্ত করা হয়।

ওসি আরো জানান, ওয়াহেদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা, দুটি নাশকতা ও দুটি অস্ত্র মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও একটি বড় ছুরি উদ্ধার করার দাবি করেছে পুলিশ।