সাতক্ষীরায় টাইটানিকের আদলে পূজামণ্ডপ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিখ্যাত টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলেপাড়ায় সার্বজনীন মন্দির কমিটি তৈরি করেছে এই ব্যতিক্রমী পূজামণ্ডপ। আয়োজকদের দাবি, এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ।
সরেজমিনে দেখা গেছে, দি টাইটানিক মণ্ডপে ভক্তি অর্ঘ্য অর্পণ করছেন পারুলিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। জেলায় এবার ৫৮১টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। সব মণ্ডপের মধ্যে টাইটানিক জাহাজের আদলে তৈরি এই মণ্ডপটি নজর কাড়ছে সবার। মণ্ডপে ভিড় করছেন ভক্ত-দর্শনার্থীরা। শিশুরাও খুব মজা করছে। বর্ণাঢ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে।
১২০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট উচ্চতার কাঠের নির্মিত এই মণ্ডপটি ঘেরা হয়েছে কাপড় দিয়ে। টাইটানিকের এক পাশে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। প্রতিদিন শত শত নারী ও পুরুষ দর্শনার্থী-ভক্তরা দেখতে আসছেন ব্যতিক্রমী ধাঁচের এই প্রতিমা।
দক্ষিণ পারুলিয়া পূজামণ্ডপের সাধারণ সম্পাদক দিলীপ সরকার বলেন, ‘আমরা প্রতিবছর বিভিন্ন আদলে প্রতিমা তৈরি করে থাকি। এর আগে হেলিকপ্টারের ওপর প্রতিমা ও তার আগে পাহাড়ের ওপর প্রতিমা তৈরি করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।’