সাতক্ষীরায় নয় ইউপিতে আ.লীগ, ১১টিতে স্বতন্ত্র জয়ী
সাতক্ষীরার তালা উপজেলার ১১টি ও কলারোয়া উপজেলার ১০টিসহ মোট ২১টি ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নয়জন, স্বতন্ত্র ১১ জন ও ওয়ার্কার্স পার্টির একজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে সাতজন, বিএনপির বিদ্রোহী তিনজন ও জামায়াতের এক নেতা রয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তালা উপজেলার ১১টি ইউপির নির্বাচন
তালা উপজেলার ১১টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ, পাঁচটিতে স্বতন্ত্র ও একটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—তালা সদর ইউপির সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপির প্রণব ঘোষ বাবলু, তেতুলিয়া ইউপির আবুল কালাম, মাগুরা ইউপির গণেশ চন্দ্র দেবনাথ ও নগরঘাটা ইউপির মো. কামরুজ্জামান লিপু।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—খেশরা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ কামরুল ইসলাম লাল্টু, সরুলিয়া ইউনিয়নে মাস্টার আবদুল হাই, ইসলামকাটি ইউপিতে গোলাম ফারুক (জামায়াত নেতা), ধানদিয়া ইউপিতে মো. জাহাঙ্গীর হোসেন (বিএনপির বিদ্রোহী) ও জালালপুর ইউপির মো. মফিদুল হক লিটু (বিএনপির বিদ্রোহী।
বিজয়ী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হলেন—খলিষখালী ইউপির অধ্যাপক সাব্বির হোসেন।
কলারোয়া উপজেলার ১০টি ইউপির নির্বাচন
কলারোয়া উপজেলার ১০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—যুগিখালী ইউপির রবিউল হাসান, সোনাবাড়িয়া ইউপির বেনজির হোসেন, লাঙ্গলঝাড়া ইউপির অধ্যাপক আবুল কালাম ও দেয়াড়া ইউপির মাহবুবুর রহমান মফে।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন—জয়নগর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশাখা সাহা, কেড়াগাছি ইউপির আফজাল হোসেন হাবিল, জালালাবাদ ইউপির মাহফুজুর রহমান নিশান, কয়লা ইউপির সোহেল রানা, চন্দনপুর ইউপির ডালিম হোসেন ও হেলাতলা ইউপির মোয়াজ্জেম হোসেন (বিএনপির বিদ্রোহী)।