সাতক্ষীরায় বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর পূর্বপাড়ায় বজ্রাঘাতে নিহত গৃহবধূ জয়ন্তী ধরের মরদেহ। ছবি : এনটিভি
সাতক্ষীরায় বজ্রাঘাতে জয়ন্তী ধর (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ মে) বিকেল ৫টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ ওই এলাকার দিলীপ ধরের স্ত্রী।
পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় ওই গৃহবধূ মাঠ থেকে ধান তুলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হওয়ার কিছুক্ষণ পর স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।