সাতক্ষীরায় ‘শীত ও বার্ধক্যজনিত’ কারণে চার দিনে আটজনের মৃত্যু

Looks like you've blocked notifications!

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের কৈখালীতে ‘শীত ও বার্ধক্যজনিত’ কারণে গত চার দিনে আটজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন কৈখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা খাতুন (৭০), ৪ নম্বর ওয়ার্ডের খয়রাত গাজী (৭৫), একই এলাকার আবদুল গাজী (৭০), ৩ নম্বর ওয়ার্ডের লুৎফার গাজী (৭০), ২ নম্বর ওয়ার্ডের রউফ গাজী (৯০) ও হামিদ গাজী (৭৬), ৬ নম্বর ওয়ার্ডের বিনয় কুমার মণ্ডলের স্ত্রী ভাদ্রী বালা মণ্ডল (৪৫) ও জয়খালি গ্রামের এন্তাজ চোকিদারের স্ত্রী মাজিদা খাতুন (৭৫)।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুর রহিম বলেন, ‘শীত ও বার্ধক্যজনিত কারণে ওই আটজনের মৃত্যু হয়েছে।’ তিনি জানান, কৈখালী ও ভারতের সীমান্তে কালিন্দী নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। সরকারিভাবে সেখানে ৪৬০টি কম্বল এবং তাঁর নিজস্ব অর্থায়নে আরো ২০০ কম্বল বিতরণ করা হয়েছে।

তবে, শীতের কারণে কেউ মারা গেছে এমন তথ্য নেই জানিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. কামরুজ্জামান বলেন, ‘বার্ধক্যজনিত কারণে তারা মারা যেতে পারেন।’