সাতক্ষীরায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু

Looks like you've blocked notifications!

সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসপাড়ায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আবদুল আজিজের স্ত্রী রেহানা থাতুন (৬০)।

পারিবারিক সূত্র জানিয়েছে, সাত দিনের বেশি সময় ধরে জ্বরে ভোগার পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান রেহানা খাতুন।

সিভিল সার্জন বলেছেন, মৃত্যুর পর কয়েক ঘণ্টা পার হলেও স্বাস্থ্য বিভাগকে তা জানানো হয়নি।

এদিকে, রেহানা খাতুনকে নিয়ে সাতক্ষীরায় সর্দি, কাশি ও জ্বরে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। অন্যরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের এম এ হাসান, তালা উপজেলার পাটকেলঘটা বাজারের নৈশপ্রহরী আবদুর রহিম,আশাশুনির কাকবাসিয়া গ্রামের কলেজ প্রভাষক রেজাউল করিম ও কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের গৃহবধূ রাশেদা খাতুন। তাঁদের কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।