সাতক্ষীরায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করলেন ডিসি
ক্রেতাদের হাতে পেঁয়াজ তুলে দিয়ে টিসিবির পেঁয়াজ বিক্রয় উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল।
আজ সোমবার সকাল থেকে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিনতে বিপুল ক্রেতা সেখানে ভিড় জমান। প্রত্যেকে এক কেজি করে পেঁয়াজ কিনেন।
টিসিবি আজ সোমবার জেলায় এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি করবে বলে জানা গেছে।
শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বহু নারী-পুরুষ ভিড় জমিয়েছেন। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। এ ছাড়া বেশ কয়েকজন সাংবাদিক, পৌর কাউন্সিলর ও সরকারি বেসরকারি অফিস কর্মকর্তাদেরও পেঁয়াজ কিনতে দেখা যায়।