সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের (৭২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা যান মুনসুর আহমেদ।
মুনসুর আহমেদ ১৯৮৬ ও ১৯৯১ সালের নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুনসুর আহমেদ।