সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার জব্দ, আটক ১
ভারতে পাচারকালে সাতক্ষীরার সদরের শিকড়ি সীমান্তে দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শিকড়ি গ্রামের নূর ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা সদরের বৈকারি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, বিজিবির কালিয়ানী ক্যাম্প সদস্যরা টহলের সময় এক ব্যক্তির মুখোমুখি হন। এ সময় তাঁর মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।