সাতক্ষীরা সীমান্তে ৯ স্বর্ণের বারসহ আটক ১
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে নয়টি স্বর্ণের বারসহ মিলন মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে তাকে স্বর্ণসহ আটক করা হয়।
আটক মিলন জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের বাসিন্দা।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাকডাঙ্গা সীমান্ত পিলার ১৩/৩ এসের ৯ আর বি থেকে ৭০০ গজ বাংলাদেশের ভেতরে রওশনের মোড়ে মিলন নামের ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবির হাবিলদার শহিদুল ইসলাম। এ সময় তিনি তাঁর জুতার ভেতর কৌশলে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার বের করে দেন। এ অভিযোগে মিলনকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৪৭ গ্রাম। আটক চোরাকারবারি মিলনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।