সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫টি মর্টার শেলসহ চার বাক্স গুলি উদ্ধার

Looks like you've blocked notifications!
সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে গতকাল রোববার দিবাগত রাত ৩টা থেকে অভিযান চালানো হয়। ছবি : এনটিভি

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে ১৫টি মর্টার শেল এবং চার বাক্স গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের ডিআইজি মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, গতকাল রোববার দিবাগত রাত ৩টা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি মর্টার শেল ও চার বাক্স গুলি উদ্ধার করা হয়। বর্তমানে উদ্যানের ভেতরে অন্য একটি স্থানে অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

এর আগে চলতি বছরের ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট শেল উদ্ধার করে বিজিবি।