সাপের কামড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খানম নামের দেড় বছর বয়সী এই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খানম নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা। উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে গুয়াগাছিয়া গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে শিশুটির মরদেহ দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোনো কিছুর কামড়ের চিহ্ন। এর পরই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রাকিব বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই সাপে পায়ে কামড় দেয়। এ সময় আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারিনি। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেল না।’