সাফজয়ী ফুটবলার মাসুরার বাড়ি থেকে ভ্যান চুরি
সাতক্ষীরায় সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাসুরা পারভিনের বাড়ি থেকে একটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে ভ্যানটি চুরি হয়।
জানা গেছে, কিছুদিন আগে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিন তাঁর বাবা রজব আলীকে ভ্যানটি কিনে দিয়েছিলেন।
মাসুরার বাবা রজব আলী বলেন, ‘ভ্যানটি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। শুক্রবার রাতে কোনো একসময় চোর তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায়।’
রজব আলী আরও বলেন, ‘ভ্যানে করে সবজি ও ফল বিক্রি করতাম। কয়েক বছর যাবত অসুস্থ থাকার পর সম্প্রতি শারীরিক অবস্থা ভালো হওয়ায় মেয়ে মাসুরা ৩০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনে দেন।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, ‘রজব আলী থানায় অভিযোগ দিয়েছেন। ভ্যানটি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।’