সাবেক অর্থমন্ত্রী মুহিতের জন্য দোয়া মাহফিল শনিবার
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শনিবার ঢাকার গুলশানের কেন্দ্রীয় (আজাদ) মসজিদে দোয়া মাহফিল হবে।
পরিবারের সব সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য তার পরিবার বিনীতভাবে অনুরোধ করেছে। আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ, মুক্তিযোদ্ধা, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী।
গত শনিবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পরপরই তিনি ঢাকায় মারা যান। সিলেটের রায়নগরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবুল মাল আবদুল মুহিত তাঁর স্ত্রী সাবিয়া মুহিত, মেয়ে সামিনা, ছেলে শাহেদ ও সামিরসহ পরিবারের বিপুল সংখ্যক সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।