সাবেক উপপ্রধানমন্ত্রীর স্ত্রী সাহারা বারীর জানাজা সম্পন্ন

Looks like you've blocked notifications!
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ এস.এ.বারীর সহধর্মিণী সাহারা বারী। ছবি : সংগৃহীত

ভাষা সৈনিক, সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ এস.এ.বারীর সহধর্মিণী সাহারা বারীর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড জামে মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক উপপ্রধানমন্ত্রীর স্ত্রী জানাজায় অংশ নেন। এ ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ  নেতারাও জানাজায় শরিক হন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার এস এ বারীর সহধর্মিণী ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯৩৬ সালে ১৩ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে শিক্ষক হিসেবে তিনি দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা এবং দিনাজপুর পিটিআইয়ে সুপারিনটেনডেন্ট ছিলেন এবং সুনামের সঙ্গে শিক্ষকতা করেন।

মরহুমা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ সন্তানের জননী। তিনি পাঁচ মেয়ে ও ভাই-বোন এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।