সাবেক ওসি সারোয়ারসহ তিন ছেলের বিরুদ্ধে দুদকের চার মামলা

Looks like you've blocked notifications!

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারসহ তার তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি বিশেষ আদালতে  চারটি মামলা করেছে। জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসব মামলা করা হয়।

আজ রোববার দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে মামলাগুলো করেন।

মামলার আসামি ওসি গোলাম সরোয়ারের তিন ছেলে হলেন—এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল জানান,  একটি অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার অবসরপ্রাপ্ত সাবেক ওসি গোলাম সরোয়ার ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় আজ দুপুরে বাবা-ছেলেদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে চারটি মামলা দায়ের করা হয়েছে। তবে আদালত কোনো নির্দেশনা দেননি।