সাবেক জাতীয় ফুটবলার আরিফ খানকে নেত্রকোনায় সংবর্ধনা
নেত্রকোনায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পাওয়ায় তাঁকে এই সংবর্ধনা দিয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার জেলা স্টেডিয়ামের হলরুমে আরিফ খান জয়কে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈফ খান বিপ্লবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু নাসের তালুকদার মিলু, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক ফুটবলার আব্দুল কাদির, ইকবাল হোসাইন, শফিকুল হাওলাদার দোলন, শাহনুল কবীর মুন্নাসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
এসময় সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘ফুটবলারদের সুদক্ষ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলে জাতীয় পর্যায়ে খেলার আবারও নেতৃত্ব দেবে নেত্রকোনার খেলোয়াররা। এ জন্য যা যা করণীয়, সাবেক ফুটবলারদের নিয়ে আমরা তা করে যাব।
আরিফ খান বলেন, ‘যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। দেশের উন্নয়নে যুব সমাজকে তৈরি করতে হলে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।’
খেলাধুলায় বিশেষ অবদানের জন্য ২০১৩ সাল থেকে ২০২০ সালের ক্রীড়াবিদ ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। এবার এক সঙ্গে ৮৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াবিদ ও সংগঠকদের এ পুরস্কার তুলে দেন। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।