সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
আজ বুধবার রাত পৌনে ১১টায় পিএসসির সাবেক এই চেয়ারম্যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ইউনাইটেড হাসপাতালের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, ড. সা’দত হুসাইন নিউমোনিয়া নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত সমস্যাও ছিল। বেশ কয়েকদিন ধরেই তিনি আইসিইউতে ছিলেন। আজ সেখানেই মারা যান।
ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৮৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে শিক্ষানবিশ সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় সা’দত হুসাইন ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারে যোগ দেন। তিনি ২০০২-২০০৫ মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। এরপর ২০০৭ সালে সাবেক এই আমলা বাংলাদেশ পাবলিক কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১১ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদেও ছিলেন এই মুক্তিযোদ্ধা।
হালের টেলিভিশন টকশোগুলোতেও ড. সা’দত হুসাইন নিয়মিত অংশ নিতেন। তিনি সুবক্তা হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। এর পাশাপাশি দেশের প্রভাবশালী জাতীয় দৈনিকগুলোতে তিনি নিয়মিতই কলাম লিখতেন।