সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার পর গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

আজ বৃহস্পতিবার সকালে সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বার্তা সংস্থা ইউএনবিকে এ বিষয়ে জানিয়েছেন, তাঁর কোনো শ্বাসকষ্ট বা জ্বর নেই। তিনি সুস্থ বোধ করছেন। পরীক্ষার ফলাফল নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। তিনি আজ আবার পরীক্ষার জন্য নমুনা দিনাজপুর পাঠাবেন। তাঁর মনোবল অটুট রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ৩ আগস্ট সাংসদ রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছিল। বুধবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সিভিল সার্জন জানান, সাংসদ রমেশ চন্দ্র সেন নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তাঁর বাড়ির অন্য সদস্যরা সুস্থ আছেন। কারো মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তিনি বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

এদিকে বুধবার সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রমেশ চন্দ্র সেন।

ওই সভায় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।