সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী আর নেই
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা হক গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইলা হক দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার ট্রমা সেন্টারের সামনে ইলা হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর সাতক্ষীরার নলতায় দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।