সাভারে নারী পোশাক শ্রমিকের ‘আত্মহত্যা’

Looks like you've blocked notifications!
পোশাক শ্রমিক ইয়াসমিন আক্তার আজ শনিবার ভোর রাতে সাভারের উলাইলে বাসায় আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানায় পরিবার। ছবি : এনটিভি

সাভারের উলাইল থেকে ইয়াসমিন আক্তার (১৮) নামের এক পোশাক শ্রমিক ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবারের লোকজন।

আজ শনিবার ভোর রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় সাভার মডেল থানা পুলিশ।

নিহত ইয়াসমিন রাজবাড়ী জেলার কালুখালী থানার জামালপুর গ্রামের মুকুল মিয়ার মেয়ে বলে জানা গেছে। তিনি সাভারের উলাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ঢাকা সোয়েটার কারখানায় হেলপার পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ভোর রাতে  ইয়াসমিনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উম্মোচন হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন।